۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
News ID: 382001
2 جولائی 2022 - 18:23
বই প্রকাশ অনুষ্টান
বই প্রকাশ অনুষ্টান

হাওজা / কবিতার দেশ ও সুলেখা সাহিত্য পত্রিকা আয়োজিত কলিকাতার শিয়ালদাহতে অবস্থিত 'কৃষ্ণপদ ঘোষ মেমরিয়াল হলে' বই প্রকাশ অনুষ্টানের আয়োজন করে ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কবিতার দেশ ও সুলেখা সাহিত্য পত্রিকা আয়োজিত কলিকাতার শিয়ালদাহতে অবস্থিত 'কৃষ্ণপদ ঘোষ মেমরিয়াল হলে' বই প্রকাশ অনুষ্টানের আয়োজন করে ৷

এই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার বিশিষ্ট কবিগন ৷

এ বাংলার উপস্থিত বিশিষ্ট কবিদের বরণসহ এদিন তিনটি বিশেষ স্মৃতিপুরস্কার প্রদান করা হয় ৷ ২০২২ সালের সাহিত্যে 'নজরুল ইসলাম পুরস্কার, পান মাননীয় ইমামদূল হক নূর সাহেব,

শিক্ষাব্রতে 'ড. মহম্মদ শহীদুল্লাহ পুরস্কার তুলে দেওয়া হয় রবীন্দ্র বিশ্যাবিদ্যালয়ে অধ্যাপক মানয়ীয় সুরঞ্জন মিদ্দে সাহেব ও যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক মাননীয় ইমদাদুল হক সাহেবের হাতে ৷

এছাড়া সমাজসেবায় 'হাজী মহম্মদ মহসীন' পুরস্কার পেলেন বিশিষ্ট সমাজসেবী রাধেশান ঘোষ মহাশয় ও ড. রঞ্জিত দাস মহাশয় ৷

এছাড়া সেখ নূরুল হুদা সাহেব সম্পাদিত 'নির্বাচিত বাংলা কবিতা' ও 'বিশ্ব বিরণে শত কবিতায় তুমি আছো হৃদয়ে' 'স্বনির্বাচিত কবিতা' নামে তিনটি কবিতা বই প্রকাশ করা হয় ৷

تبصرہ ارسال

You are replying to: .